বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led03ফতুল্লা

জামতলায় আওয়ামী লীগ ক্যাডার খ্যাত আপেল গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে গ্রেফতার হলো হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ একাধিক মামলার আসামি এবং চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল (৫০)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লা থানার পুলিশ তাকে শহরের জামতলা এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার এসআই মিলন ফকিরের নেতৃত্বে একটি দল জামতলা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে তারা নিজ বাড়ি থেকে আপেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আপেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মতো গুরুতর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপেল একসময় নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলাও রয়েছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আপেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত চলছে।

RSS
Follow by Email