শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
ফতুল্লা

জামতলায় অগ্নিকান্ড, পুড়লো নার্সারির ঘর

লাইভ নারায়ণগঞ্জ : নগরীর জামতলায় একটি নার্সারির খুপরি ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৩০ জুলাই) দিবাগত রাতে কেন্দ্রীয় ঈদগাহের বিপরীত পাশে ওই আগুন লাগে। তথ্যটি নিশ্চিত করেছেন মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে ঘরে থাকা প্লাস্টিকের টবসহ সামগ্রী পুড়ে গেছে।

হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১২টায় সাগর নামে এক ব্যক্তির মালিকানাধীন নার্সারিতে অগ্নিকাণ্ডে একটি ডেরাঘর পুড়ে যায়। আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।

RSS
Follow by Email