রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05রাজনীতি

জাপা নেতা আইয়ুব হোসেনের মৃত্যুতে সেলিম ওসমানের শোক

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আইয়ুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শোক বার্তায় এমপি সেলিম ওসমান বলেন, আইয়ুব এর অকাল মৃত‍্যুতে জাতীয় পার্টির অপুরনীয় ক্ষতি হয়েছে। সেলিম ওসমান আইয়ুবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, এবং মরহুমের বিদেহী আত্নার মাঘফিরাত কামনা করেন।

এর আগে, রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয় টা ত্রিশ মিনিটে ২৪নং ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী সভায় যোগদানের উদ্দেশ্যে মিছিলে যাওয়ার পথে তিনি বুকে ব‍্যাথা অনুভব করেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মৃত‍্যকালে তার বয়স ছিলো ৪৭ বছর। মরহুম আইয়ুব হোসেন মৃত্যুকালে স্ত্রী ও দুই কন‍্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

RSS
Follow by Email