শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led03রাজনীতি

জান্নাত দাঁড়িপাল্লা প্রতীকের হাতে নয়, জান্নাত আল্লাহর হাতে: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, পুরুষেরা বাইরে রাজনীতি করলেও দেশের মা-বোনেরাই প্রকৃত রাজনীতি করেন ঘরের ভেতরে, নীরব সহযোদ্ধা হিসেবে। তাদের ত্যাগ ও ভূমিকা অসামান্য।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খানপুরে নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১২ নং ওয়ার্ডের কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এড. টিপু বলেন, “আসলে আমাদের চেয়ে তাদের ত্যাগ, শ্রম ও ভূমিকা অনেক বেশি। তারা আমাদের নিরবে সহযোদ্ধা, যারা সংসার সামলে, সন্তানকে মানুষ করে, ঘরের প্রতিটি দায়িত্ব পালন করে আমাদের রাজনীতির পথকে সহজ করে দেন।”

তিনি উল্লেখ করেন, গভীর রাত পর্যন্ত কর্মীরা বাইরে কাজ করলেও মা-বোনেরাই ক্লান্ত দেহে জেগে থাকেন এবং তাদের জন্য অপেক্ষা করেন।

এড. টিপু কিছু ধর্মভিত্তিক দল এবং তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কারও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। কিছু তথাকথিত ইসলামী দল আপনাদের জান্নাতের স্বপ্ন দেখায়, কিন্তু মনে রাখবেন জান্নাত কারও দাঁড়িপাল্লা প্রতীকের হাতে নয়, জান্নাত আল্লাহর হাতে।”

তিনি হুঁশিয়ারি দেন, “এই সব ভণ্ড দলগুলো মিথ্যা কথা বলে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, লোভ ও প্রলোভনে ফেলে রাখে। তাই আপনারা সতর্ক থাকবেন।”

টিপু মা-বোনদের প্রতি আস্থা রেখে বলেন, তারা বিগত দিনে যেমন বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছিলেন, ইনশাআল্লাহ ২০২৬ সালেও জাতীয়তাবাদী দল বিএনপিকে আবার বিজয়ী করবেন। তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে জানান, সেখানে মা-বোনদের জন্য অসংখ্য সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

নিজের প্রার্থিতার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “নমিনেশন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি আল্লাহ আমাদের প্রতি ভালোবাসা রাখেন, তাহলে জননেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দিকে স্নেহভরে তাকাবেন। কারণ, আমরা ১৬-১৭ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি।” তিনি আশা প্রকাশ করেন, ত্যাগীদের প্রতি সম্মান দেখানো হবে এবং তারা নিরাশ হবেন না।

মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ সহ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email