শনিবার, জুলাই ২৬, ২০২৫
Led05রাজনীতি

জানমালের কুরবানির মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে: মাওলানা জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: দ্বীনের বিজয়ের জন্য নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করার উপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মো. আবদুল জব্বার। তিনি বলেছেন, জানমালের কুরবানি এবং খালেছ (বিশুদ্ধ) আমলের মাধ্যমেই একজন রুকনকে (জামায়াতের সদস্য) আল্লাহর প্রিয় হতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর পূর্ব সাংগঠনিক থানার রুকন শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের প্রচেষ্টায় বরকত হবে না।” তিনি আক্ষেপ করে বলেন যে, মানুষ সাধারণত অফিস, ব্যবসা বা চাকরির সাফল্যের জন্য যতটা পেরেশান থাকে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য ততটা পেরেশানি অনুভব করে না। তাই তিনি উপস্থিত রুকনদের প্রতি আহ্বান জানান, আজ থেকে দ্বীন কায়েমের কাজে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পূর্ণ পেরেশানি নিয়ে কাজ করতে হবে।

পূর্ব সাংগঠনিক থানার আমীর মাওলানা হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম-এর পরিচালনায় এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। এছাড়াও, মহানগর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ এবং থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email