রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লায় এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার বিএনপির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়।

ফতুল্লা ডিআইটি মাঠ থেকে র‌্যালিটি বের হয়। সেখানে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন মহাসড়কে র‌্যালিটে যায়। পরে পঞ্চবটী বাস স্ট্যান্ড এলাকায় এসে র‌্যালিটি শেষ হয়। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদারসহ দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।। র‌্যালির পূর্বে দলের নেতৃবৃন্দ অল্প সময়ের জন্য বক্তব্য রাখেন।

এসময় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, নিজের স্বার্থের জন্য মিথ্যা প্রচার করে যারা বক্তব্য দেন তাদের প্রতি আমার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক দল। নানা ত্যাগ, তিতিক্ষা ও নির্যাতন উপেক্ষা করে দলটি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছু কিছু মানুষ আছেন যাদের লেবাজ বিএনপির, কিন্তু আওয়ামী লীগ করেন মনেপ্রাণে। তারা বিএনপির ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের সৈহ্য করতে পারেন না। আমরা অনেকে আন্দোলন সংগ্রাম করে এ দলটার পাশে ছিলাম, বেঈমানি না করে সকল নির্যাতন সহ্য করেছি। সংগ্রামী নেতাকর্মীদের ওই লোকেরা পছন্দ করেন না।

ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার বলেন, দীর্ঘ সতের বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকের ডিআইটি মাঠে শহিদুল ইসলাম টিটু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমরা সংগ্রামী নেতাকর্মীরা সমবেত হয়েছি। আমরা রাজপথে আছি, আগামী দিনেও দলের জন্য এবং মানুষের অধিকারের জন্য রাজপথে থাকবো।

RSS
Follow by Email