রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
ক্রীড়া

জাতীয় ফুটবল টূর্ণামেন্টে সাতগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন

লাইভ নারায়ণগঞ্জ:  আড়াইহাজারে জাতীয় ফুটবল টূর্ণামেন্টে বালক অনুর্ধ্ব (১৭)  সাতগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে আড়াইহাজার শহিদ মঞ্জুর স্টেডিয়ামে ফাইলান খেলাটি অনুষ্ঠিত হয়। 

খেলার ট্রাইবেকারে গোপালদী পৌরসভাকে পরাজিত করেন  সাতগ্রাম ইউনিয়ন পরিষদ। খেলাশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এই সময় সহকারী কমিশনার (ভূমি )নঈম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা:  আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম  রফিক উপস্থিত ছিলেন। খেলায় ২ পৌরসভা ও ১০  ইউনিয়নে মোট ১২টি দল অংশ নেন।
RSS
Follow by Email