জাতীয় পার্টি থেকে জয়নাল আবেদীনের পদত্যাগ
লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. জয়নাল আবেদীন। বুধবার (১৫ জানুয়ারী) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার পদত্যাগ পত্র জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নিকট জমা দেন।
পরে পদত্যাগ পত্রটি গ্রহন করে সেখানে স্বাক্ষর প্রদান করেন জাপা চেয়ারম্যান।
পদত্যাগ পত্রে মো. জয়নাল আবেদীন উল্লেখ করেন, আমি মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করিয়া আসছি। আমাকে এ ধরনের দায়িত্ব ও সম্মান দেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলের সকল পর্যায়ের নেতাকর্মিদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বর্তমানে আমার ব্যক্তি গত কারনে আমার উপর অর্পিত মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছেনা। আমি মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেছি।
জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।