জাতীয় পার্টির নেতা ও কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
তিনি বলেন, বন্দর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আপাতত থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে।