বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
ক্রীড়া

জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়ণশিপ: না.গঞ্জের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ণ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়ণশিপ-২০২৫ বিভিন্ন ক্যাটাগরিতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ হতে ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ঢাকায় বাংলাদেশ দাবা ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত হয় এ চ্যাম্পিয়ণশিপ।

অনুর্ধ-১২ গ্রুপে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষে দাবাড়– সিদরাতুল মুনতাহা সুইস পদ্ধতিতে ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে। খেলা শেষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক পুরস্কার প্রদান করেন।

সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ণ হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপকমিটির সাবেক সভাপতি মোস্তফা কাওছার সহ কমিটির সদস্য খোরশেদ আলম নাসির,মাহবুব হোসেন বিজন তাকে অভিনন্দন জানিয়েছেন।

RSS
Follow by Email