মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04রাজনীতি

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সদর থানা ক‌মি‌টি ঘোষনা

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদর থানা ৩১ সদস‌্য বি‌শিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। র‌বিবার (২৩ ডি‌সেম্বর) রা‌তে নগরীর উকিলপাড়াস্থ মহানগর জাসাসের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটিতে জি‌কো খানকে সভাপতি এবং এড. এফ এম গা‌লিব‌কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়েছে।

জাসাস কেন্দ্রীয় ক‌মি‌টির ১নং যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএন‌পির অন‌্যতম নেতা আনিসুল ইসলাম সা‌নির উপ‌স্থি‌তি‌তে সদর থানা জাসাসের ক‌মি‌টির অনু‌মোদন দেন মহানগর শাখার সভাপ‌তি ‌মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন স্বাধীন।

৩১ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন- সহ সভাপ‌তি আরিফ সরদার, যুগ্ম সম্পাদক আবু সা‌লেহ আহ‌ম্মেদ স‌নেট, সহ সাধারন সম্পাদক না‌দিম ভুঁইয়া, সাংগঠ‌নিক সম্পাদক মাহাবুবর রহমান ম‌ন্টি, সহ সাংগঠ‌নিক সম্পাদক ম‌নোয়ার উদ্দিন মা‌নিক সো‌হেল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল আলম রিন্টু, প্রচার সম্পাদক রা‌সেদ পার‌ভেজ রানা, সহ প্রচার সম্পাদক জা‌হিদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাউছার হো‌সেন, সহ দপ্তর সম্পাদক অ‌পি মৃধা, সমাজ কল‌্যান সম্পাদক মোঃ রোকন, সহ সমাজকল‌্যান সম্পাদক মোঃ মো‌মেন, সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোঃ ডিপ‌টি, সহ সাংস্কৃ‌তি‌ক বিষয়ক সম্পাদক সঞ্জয় দাস, সা‌হিত‌্য বিষয়ক সম্পাদক এরশাদ না‌দিম, অইন বিষয়ক সম্পাদক রেজাউল র‌হিম রা‌জিব, তথ‌্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবিদ, ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন হো‌সেন বাবু, সহ ক্রীড়া বিষয়ক সমপাদক মোঃ লিমন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জু‌য়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ম‌নির হো‌সেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নূ‌রে আলম টুটুল প্রধান, ম‌হিলা বিষয়ক সম্পাদক এড. ফা‌তেমা আক্তার প‌পি, সদস‌্য মোঃ তুষার, মোঃ স‌জিব, আল আমিন হাওলাদার, মোঃ রা‌জিব শেখ, মোঃ পলাশ ও রা‌জিব ঘোষ।

RSS
Follow by Email