রবিবার, জুলাই ২০, ২০২৫
Led04রাজনীতি

জাতীয় সমাবেশে জব্বারের নেতৃত্বে মহানগরী জামায়াতের বিশাল শোডাউন

# আল্লাহর আইন বাস্তবায়ন হলে নতুন কোনো স্বৈরাচারী জুলুম করতে পারবে না: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী লক্ষাধিক নেতাকর্মী নিয়ে এক বিশাল শোডাউন করেছে।

শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টায় মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার-এর নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পল্টন ও প্রেসক্লাব হয়ে একটি বিশাল মিছিল নিয়ে তারা দুপুর সাড়ে ১২টার মধ্যেই সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন।

মিছিলে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “৭ দফা দাবি নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে আমরা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত লক্ষাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি আজকের এই জাতীয় সমাবেশ থেকে সিদ্ধান্ত হবে অচিরেই দেশে গুম, খুন, হত্যার বিচার হবে, পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন নিশ্চিত হবে। ৭ দফা সহ আর কোনো দখলবাজ, চাঁদাবাজ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়েও সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।”

মাওলানা আবদুল জব্বার আল্লাহর আইন বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে আর নতুন কোনো স্বৈরাচারী জুলুম করতে পারবে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসমুদ্রের এই সমাবেশ ইতিহাস হয়ে থাকবে।”

লক্ষাধিক নেতাকর্মী নিয়ে এই বিশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, হাফেজ আব্দুল মোমিন, হাবিবুর রহমান মল্লিক, মহানগরী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল সহ মহানগরীর সকল থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।

RSS
Follow by Email