শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Led04ক্রীড়াশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নারায়ণগঞ্জ কলেজ’র মেয়েরা চ্যাম্পিয়ন

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভার বিকেএসপি মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা।

এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারায়ণগঞ্জ কলেজ মেয়েরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

২৫ এপ্রিল শুক্রবার সকালে সাভার বিকেএসপি মাঠে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। কোয়ার্টার ফাইনালে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। এরপর সেমিফাইনালে সিলেট সরকারি মহিলা কলেজকে ২-১ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজ ফাইনালে প্রবেশ করে।

অবশেষে, ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা তাদের প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে, যা কলেজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

RSS
Follow by Email