বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led05রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাসাসের তিন দফা কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) একটি যৌথসভা করেছে। বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি পালনে তিন দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সভায় জাসাস কেন্দ্রীয় কমিটি, মুন্সিগঞ্জ জেলা জাসাস, নারায়ণগঞ্জ মহানগর জাসাস, গাজীপুর মহানগর জাসাস ও গাজীপুর জেলা জাসাস-এর নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। নারায়ণগঞ্জ মহানগর জাসাস-এর সভাপতি মো. স্বপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন সহ জেলা নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়: শ্রদ্ধা নিবেদন ও র‍্যালিতে অংশগ্রহণ: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে উক্ত দিনে সকাল ১০টায় শেরে বাংলানগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। একইদিন বিকেলে বিএনপি আয়োজিত নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হতে র‍্যালিতে অংশগ্রহণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান: আগামী ১৩ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ইউনিট পর্যায়ে দিবস পালন: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সকল মহানগর, জেলা, পৌরসভা, উপজেলা/থানাসহ সকল ইউনিট যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সূবর্ণ জয়ন্তী পালন করবে।

RSS
Follow by Email