জাকির খানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল
লাইভ নারায়ণগঞ্জ: অসুস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন।
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মো. মহসিন উর রহমান, মো. লিটন খান, মো. দেলোয়ার হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. নাজিম, মো. রতন, মো. রতন-২, মো. বিল্লাল হোসেন, মো. শাহীন, মো. বাচ্চু দেওয়ান, মো. মানিক ও মো. মাসুম প্রমুখ।
দোয়া শেষে জাকির খানের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।