জাকির খানের রোগমুক্তি কামনায় দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। নারায়ণগঞ্জ ১নং খেয়াঘাট ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ আসর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই মিলাদ অনুষ্ঠিত হয়।
মিলাদে মোনাজাতের মাধ্যমে অসুস্থ জাকির খানের সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতাও কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সাব্বির সরদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সালেহ আহম্মেদ রনি, মশিউর রহমান চৌধুরী মশু, আল আমিন খান, জুয়েল হোসেন, এজাদ চৌধুরী, মো. ওয়ালিউর মাহামুদ, মো. শাহ আলাম, মো. রাসেল চৌধুরী, মো. নজরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন দেলু, আবুল কাশেম, আব্দুল খালেক, মুরাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।