বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতিসদর

জাকির খানের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: জাকির খানকে মুক্তি এবং তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকির খান মুক্তি পরিষদ। রোববার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

পরে, নেতাকর্মীরা পায়ে হেটে চাষাঢ়া হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ডিআইটি মসজিদের সামনে দিয়ে ঘুরে দুইনং রেল গেইট এলাকায় এসে জড়ো হয়।

বিক্ষোভ মিছিলে ‘জেলের গেট ভাঙ্গবো, জাকির খানকে আনবো’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই’, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ সহ নানান স্লোগান দেয় নেতাকর্মীরা।

এসময় জাকির খানের ভাই ও জাকির খান মুক্তি পরিষদ এর সভাপতি সলিমুল্লাহ খান সেলিম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাঞ্চন আহাম্মেদ, মো: সেন্টু, শ্রমিক নেতা মো. কাউসার, ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ, মো. শামীম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম প্রমুখ।

RSS
Follow by Email