বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
রাজনীতি

জাকির খানের নির্দেশে সমর্থকদের বর্ণাঢ্য বিজয়ী র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিদের্শনায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিজয় র‌্যালি বের হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বের) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২নং রেলগেইট এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে বিজয় র‌্যালিটি যাত্রা শুরু করে।

বিজয় র‌্যালিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি নগরীর বঙ্গবন্ধু সড়ক হয়ে র‌্যালিটি চাষাড়ায় আসলে, সেখানে বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক মোহাম্মদ সলিমউল্লাহ সেলিম , সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া ,সাবেক যুবদল নেতাপারবেজ মল্লিক , সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান,নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের আহ্বায়ক এস এম হোসেন , আমিনুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দল এরশাদ আহম্মেদ,রিপন,রাশিদ,ফরিদ আহম্মেদ,সেন্টু আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকারসহ অনেকে।

RSS
Follow by Email