বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েধর্মসিদ্ধিরগঞ্জ

জশনে জুলুসে হামলাকারীদের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) এর জুলুসে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশেকী, হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদরি, মাওলানা মুফতি জসিম উদ্দিন চাঁদপুরী, মাওলানা আবু বকর আনসারী, মাওলানা মোফাজ্জল হোসেন সোবহানি, মাওলানা অলিউল্লা সাইফি, মাওলানা মিসবাহ উদ্দিন, নেকবর আলিসহ বিভিন্ন মসজিদে ইমাম, খতিব ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ—এ— মিলাদুন্নবী (সাঃ) এর জুলুসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাজার শরিফে হামলা, ভাঙচুর এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

RSS
Follow by Email