মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
Led05ধর্ম

জল, চিকিৎসা, যানজট ও সেবায় ভোগান্তি—মানববন্ধনে নামছে ইসলামী আন্দোলন

লাইভ নারায়ণগঞ্জ: নগর ভবনের সামনে বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পাশাপাশি জনভোগান্তি নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, নিরবিচ্ছিন্নভাবে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া সুচিকিৎসার ব্যবস্থা, শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমিয়ে আনা এবং সিটি কর্পোরেশনের কাজের স্থবিরতা রোধের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করবো, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা চাই আমাদের নারায়ণগঞ্জ হোক একটি মডেল সিটি। কিন্তু এখানে যদি এত সমস্যা থেকেই যায়, তাহলে সেটা জনগণের জন্য ভোগান্তিকর এবং মানহানিকর। এ অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো—দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের।

উল্লেখ্য, নগরজুড়ে নাগরিক ভোগান্তি এবং সেবাখাতে বিভিন্ন অনিয়ম ও ধীরগতির অভিযোগ দীর্ঘদিন ধরেই নাগরিকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ইস্যুতে জনসচেতনতা বাড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে বলেও জানিয়েছে দলটি।

RSS
Follow by Email