মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
জেলাজুড়েসদর

জল্লারপাড় লেকে গোসলে নেমে কিশোরের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর আমহাট্টা জল্লারপাড় লেকে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রাব্বী হোসেন (১৭), ফতুল্লার লালপুরে বসবাস করতেন সে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় মো. রাব্বী। পরবর্তীতে ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসে অনুসন্ধান করে প্রায় ৫ ঘন্টা পর লাশ খুঁজে পায়।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের অফিসার মো. শাহজাহান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা খবর পাই, সকাল ১০টার দিকে সেই কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয়। আমরা লেকে তল্লাশি করে বিকেল ৩টার দিকে কিশোরের লাশ উদ্ধার করি। সে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের মাধ্যমে নিহতের লাশ স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email