বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজনীতি

জল্লারপাড় থেকে পাইকপাড়া পর্যন্ত মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার প্রচারণা

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডের জল্লারপাড় পুল থেকে শুরু করে পাইকপাড়ার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ পরিচালিত হয়।

এই প্রচারণার মূল লক্ষ্য ছিল সাধারণ জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য তুলে ধরা। কর্মীদের পক্ষ থেকে জনগণের হাতে বিএনপির কেন্দ্রীয় ঘোষণাপত্র “৩১ দফা” পৌঁছে দেওয়া হয়।

নেতৃবৃন্দ দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি অধিকতর ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রগঠনের রূপরেখা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। এই কার্যক্রমের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।

ধানের শীষ প্রতীকের পক্ষে অনুষ্ঠিত এই গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ইফতেখার কায়েস রুমেল, সরকার আলম, জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর মাতবর।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, দেলোয়ার ও নুর আলম, এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মন্টু ও আলমগীর বেপারী। অন্যদের মধ্যে নাজির আহাম্মেদ, মো. সোহেল, মো. আরিফুর রহমান, মো. মহসীন, মো. আলমগীর শিকদার, এবং তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এই প্রচারণা কার্যক্রমে আরও অংশ নেন বিএনপি নেতা মীর্জা শিপন, আওলাদ, ইব্রাহিম, বাশার, জালাল, জামান, যুবদল নেতা সেলিম, কৃষকদল নেতা সুজন, সঞ্জু ও জিতু, ছাত্রদল নেতা নসু, এবং যুবদলের পাভেল ও রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email