বুধবার, জুলাই ৩০, ২০২৫
Led05রাজনীতি

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লার ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: আবদুল জব্বারের নেতৃত্বে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

এসময় আব্দুল জব্বার বলেন, জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো। এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে।

এসময় নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ ও স্বেচ্ছাসেবক কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।

RSS
Follow by Email