রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েসদর

জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ভবনে না.গঞ্জ ডাকঘর

লাইভ নারায়াণগঞ্জ: লাল ও সাদা রঙে সাজানো হচ্ছে নারায়াণগঞ্জের প্রধান ডাকঘর ও সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়। নতুন এ ভবনে ইতোমধ্যেই ডাক সেবা প্রদান চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের কিছু অংশে কাজ সম্পূর্ণ হয়েছে। গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেই সাথে ভবনের অপর অংশে নির্মাণ কাজ চলমান।

জানা গেছে, প্রধান ডাকঘরের নির্মাণ কাজ জুন মাসে শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ভবনটি নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৭ কোটি ৩৮ লাখ টাকা। জেসি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভবন নির্মাণে কাজ করছে। তারা জানান, দুইতলা ভবনটি ১০ হাজার স্কয়ার ফিট এলাকা জুড়ে নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটির কাজ শুরু হয়।

প্রকল্পটির দায়িত্বে থাকা ম্যানেজার ইঞ্জি. মিঠু লাইভ নারায়াণগঞ্জকে বলেন, আমরা প্রকল্পটির কাজ ধরেছি ২০১৯ সালের অক্টোবর মাসে। চলতি বছরের জুনে আশা করছি ভবনটির কাজ শেষ হবে।

নারায়াণগঞ্জ ডাক বিভাগের সহকারী জেনারেল পোস্টমাস্টার শাহ আলম বলেন, এখন আমাদের পোস্ট অফিসে সকল সেবা এখন অনলাইন ভিত্তিক হয়েছে। ম্যানুয়ালে কোনো কিছু এখন আর নেই। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরপরই সারা বাংলাদেশে ৫০০ পোস্টঅফিসে অনলাইন ভিত্তিক পোস্টাল সার্ভিস চালু হয়েছে। আগামীকাল আমাদের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী নতুন ভবনটি উদ্বোধন করবেন।

RSS
Follow by Email