সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
ধর্ম

জমিয়তে উলামায়ের কার্যালয় ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভের হুমকি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা সাইনবোর্ড জোন শাখায় অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। দলটির অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালিয়েছে।

নেতাকর্মীরা জানায়, বিকেল আনুমানিক ৩টার দিকে হামলাকারীরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা সাইনবোর্ড জোন শাখার কার্যালয়ের নিচতলায় ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের সামনের ব্যানার-পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দলটির নেতাকর্মীদের শান্ত করে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান অভিযোগ করে বলেন, “ভু্ইঘরের ‘রূপায়নে ভাগিনা’ নামে পরিচিত একটি গ্রুপ এই হামলা চালিয়েছে। মাজেদুল, বিপ্লব ও সোহাগ—এই তিনজনের নেতৃত্বে আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।” তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “আমরা ডিসি, এসপি ও ফতুল্লা মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে, প্রাচীন একটি সংগঠনের কার্যালয়ে আঘাত করার এমন দুঃসাহস তারা কোথায় পেয়েছে।”

তিনি আরও বলেন, যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণ তাদের গণধোলাই দিয়ে আইনের আওতায় নিয়ে আসবে। ফেরদাউসুর রহমান বলেন, এই গ্রুপের কোনো দলীয় পরিচয় নেই এবং তারা এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে থাকে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে শিগগিরই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সূত্র জানিয়েছে, কার্যালয় ভাঙচুরের ঘটনায় দলটির নেতৃবৃন্দের একটি দল রোববার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যায়। সেখানে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

RSS
Follow by Email