বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
Led01সদর

জনসচেতনতা ছাড়া এই যুদ্ধে জয় সম্ভব নয়: এনসিসি সিইও জাকির

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) বুধবার (৮ অক্টোবর) ১৬ নং ওয়ার্ডে ব্যাপক মশক নিধন অভিযান পরিচালনা করেছে। ডেঙ্গুর উৎপত্তিস্থল নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিই এই অভিযানের মূল লক্ষ্য।

দিনব্যাপী এই অভিযানটি শুক্কুর কারী মসজিদ সংলগ্ন এলাকা ও আশপাশের ডেঙ্গু হটস্পটগুলোতে চালানো হয়। স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্নতা কর্মী এবং জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত দল এই অভিযানে অংশ নেয়, যেখানে ভ্রাম্যমাণ আদালতও উপস্থিত ছিল।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয় এবং ১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

এ সময় ড্রেন ও নর্দমার ময়লা পরিষ্কার, মশার ওষুধ ছিটানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ও করে এনসিসি কর্তৃপক্ষ।

এনসিসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু মোকাবেলায় নাগরিক সম্পৃক্ততার ওপর জোর দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়— আমরা ঘরে ঘরে গিয়ে উৎসস্থল খুঁজে ধ্বংস করছি। জনসচেতনতা ছাড়া এই যুদ্ধে জয় সম্ভব নয়। প্রতিটি নাগরিক যদি নিজের আশপাশ পরিষ্কার রাখে, তাহলে পুরো শহরটাই নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, এনসিসি-এর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত এডিস লার্ভা পর্যবেক্ষণ, জরিপ ও জনসচেতনতা কার্যক্রম চালু থাকুক। আমাদের অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত ডেঙ্গুর ঝুঁকি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে।”

এনসিসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কেবল মশা নিধন নয়, বরং ডেঙ্গুর উৎপত্তিস্থল নির্মূল ও সচেতনতামূলক উদ্যোগের একটি ধারাবাহিক অংশ।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন, এনসিসি-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড সচিব মাসুদ রানা।

RSS
Follow by Email