মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Led03রাজনীতি

জনতার কথা ‘তারেক রহমান’কে জানাতে মাসুদুজ্জামানের বিশেষ উদ্যোগ

লাইভ নারায়ণগঞ্জ:

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও জনজীবন নিয়ে সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা ও চাহিদা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানোর জন্য নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “কেমন বাংলাদেশ চাই- তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থান চাষাড়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকরা লিখিতভাবে তাদের মতামত, মন্তব্য ও প্রত্যাশা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক – অর্থনৈতিক বাস্তবতার নিরিখে তাদের ভাবনা-চাহিদার কথা প্রকাশ করেন।

মতামতগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি উঠে আসে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা ও সুশাসনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে জনতার লেখায়।

এছাড়া বিগত ফ্যাসিবাদের নির্যাতন-খুনের বিচার, পাচার করা অর্থ ফেরত আনা, হত্যাকারিদের বিচার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানসম্মত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা, গ্রাম ও শহরের বৈষম্য কমানো, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং তরুণ-যুবকদের জন্য কর্মমুখর ভবিষ্যৎ গড়ে তোলা, সুযোগের সাম্য তৈরি করার প্রত্যাশাও মতামতে প্রতিফলিত হয়।

কর্মসূচির মাধ্যমে সংগৃহীত সকল মতামত একত্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের সরাসরি ভাবনা ও চাহিদা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা ও রাষ্ট্রচিন্তায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনমত সংগ্রহের কর্মসূচিটি দিনব্যাপী চলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে মত প্রকাশের এই আয়োজন গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RSS
Follow by Email