বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led02সদর

জনগনের জানমাল ও সরকারের সম্পদ রক্ষায় পুলিশ প্রস্তুত: আইজিপি

লাইভ নারায়ণগঞ্জ: আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘কেউ যদি জনগনের জানমাল এবং নিরাপত্তা ব্যবস্থার কমতি সৃষ্টি করে, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা কোন শঙ্কা করছি না। তবে, আমরা সব কিছু বিবেচনায় রেখে জনগনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি।’

দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে আইজিপি একথা বলেন।

আইজিপি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সবাই যাতে মিলে মিশে এই দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য আমরা আছি। আপনাদের আস্বস্ত করতে চাই যে, আপনারা নিরাপদে দুর্গাপূজা পালন করুন।’

দুর্গাপূজা সুন্দর ভাবে হচ্ছে এবং এভাবেই শেষ হবে উল্লেখ করে পুলিশের এই মহাপরিদর্শক বলেন, ‘এখন পর্যন্ত সব জায়গায় সুন্দর ভাবে দুর্গাপূজা হচ্ছে। আমরা আশা করি, বাকি দিন গুলিও গতবারের মতো চমৎকার হবে।’

২৮ তারিখে বিএনপির সমাবেশের বিষয়ে আইজিপি বলেন, ‘যার যার রাজনৈতিক কর্মসূচি সে সে পালন করবে। কিন্তু জনগনের জানমালের নিরাপত্তা এবং সরকারের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। এজন্য যে ব্যবস্থা নেয়া দরকার তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

RSS
Follow by Email