জনগনের উপর হামলা করলে ওদের ছাড়বো না: শামীম ওসমান
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি-জামাতের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ওদের অবরোধ কেউ মানছে না। জামাত ছিলো যুদ্ধপরাধী দল আর বিএনপি সন্ত্রাসী। ওরা অবরোধ দিয়ে কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগ সব সময় জনগনকে নিয়েই কাজ করে। আর আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ। এরপরেও যদি ওরা বারাবারি করে, আমাদের উপর হামলা করলে আমরা মেনে নিবো; কিন্তু যদি দেখি ওরা জনগনের উপর হামলা করেছে তাহলে আমার মনে হয়না আমাদের ধৈর্যের বাঁধ বেধে রাখতে পারবো। আমরা ছাড়বো না।’
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে, এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি কোথাও ভোট চাই না, আমি এখনও ভোট চাইতে আসি নাই। আমরা নারায়ণগঞ্জে যতগুলো কাজ করেছি, নারায়ণগঞ্জের ইতিহাসে এতগুলো কাজ হয়নি। আমি একটি সমাজ গড়তে চাই, যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো থাকবে না। রাত ১১টা বাজেও আপনার মেয়ে ঘর থেকে বের হলে সে ভয় পাবে না। আমরা ‘প্রত্যাশা’ নামের একটি সংগঠন করবো, যেটা কোন রাজনৈতিক সংগঠন হবে না। যারা হয়সার অভাবে লেখাপড়া করতে পারবে না, তাদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে এই সংগঠনের পক্ষ থেকে। আমি আপনাদের অন্তরে জায়গা চাই।’
শামীম আরও ওসমান বলেন, ‘এবারের নির্বাচনটা খুব ইমপর্টেন্ট। এবারে একেবারে সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। অনেকেই আপনাকে ভয় দেখাবে, আপনারা ভয় পাবেন না। ভোট আপনাদের অধিকার। আমরা খাইতে আসি নাই, দিতে আসছি।’
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।