মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led04রাজনীতি

জনগণের শক্তিতে বিশ্বাসী বিএনপি: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: কোনো ধরনের সন্ত্রাস বা ধ্বংসাত্মক রাজনীতি নয়, বরং জনগণের শক্তি এবং ভোটের মাধ্যমে পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি—এমন অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৫ নং ওয়ার্ডে এক কর্মীসভা, লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের থানা পুকুরপাড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৫ নং ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “১৫ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে রাখবেন আমাদের অভিভাবক ও দলীয় নেতৃত্বের নির্দেশ খুবই পরিষ্কার: কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা অশালীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা চলবে না। আমরা একটি আদর্শভিত্তিক, নীতিনিষ্ঠ ও গণতান্ত্রিক দল।”

আওয়ামী লীগের সমালোচনা করে টিপু বলেন, “আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে।” তিনি বলেন, বিএনপি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন, সুশাসনভিত্তিক ও জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র গড়তে চায়।

তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন: “আপনারা প্রত্যেকে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে যান, মানুষের কথা শুনুন, ৩১ দফার বার্তা পৌঁছে দিন, জনগণকে বিশ্বাস করান বিএনপি ক্ষমতায় এলে এই দেশ হবে ন্যায়, সমতা ও স্বাধীনতার সত্যিকারের বাংলাদেশ।”

পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচিও পালন করা হয়।

১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাওকত আলী লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, কে. এম. মাজাহারুল ইসলাম জেসেফ।

অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জেকি। এছাড়াও মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী সহ ওয়ার্ড ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email