রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02রাজনীতি

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক পটকে প্রসারিত করতে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা চালু করেছিলেন ১৯ দফা কর্মসূচীর মাধ্যমে। দেশকে সমৃদ্ধশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু চট্টগ্রামের সেই সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটানো হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাষাড়া শহীদ মিনারে সদর থানা বিএনপির আয়োজনে এক সমাবেশে এই কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

সমাবেশে এড. সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জ বীরদের জেলা। এই নারায়ণগঞ্জে আমরা সবাই সহ অবস্থান করতে চাই। পূর্বে নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জেলা, গডফাদারদের জেলা। সেই অবস্থা থেকে উদ্ধার করে একটি সুখি-শান্তির পরিবেশে সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়তে চাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ এখন ঐক্যবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালে সম্রাজ্যবাদী শক্তির ইশারায় কারাবন্দি হয়েছিলেন। সেই বন্দি দশা থেকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ও এই বাংলাদেশকে মুক্ত করেছিলেন।

তিনি বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা সরকার দেশে ফ্যাসিবাদী, শোষকের সরকার কায়েম করেছিল। বর্তমানে অন্তর্বতীকালীন সরকারকে সাহায্য-সহযোগিতা করে আমরা জনগণের ভোটের অধিকার করবো, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো। এই দেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহাম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ অনেকে।

RSS
Follow by Email