জনগণের আশা-আকাঙ্খা পূরণে অচিরেই নির্বাচন দিতে হবে: রিয়াদ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। সকলে দেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। আমাদের দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন তা দেশের সফলভাবে প্রয়োগ করার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার হবে। আমরা আশা করবো এই সরকার যত দ্রুত সম্ভব, একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে মানুষের আশা-আকাঙ্খা পূরণে ভূমিকা রাখতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) পঞ্চবটি মোড়ে এক সমাবেশে এই কথা বলেন তিনি। এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় র্যালির নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী। এসময় ফতুল্লা থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে রিয়াদ চৌধুরী বলেন, দেশ নায়ক তারেক রহমান এই দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন। সেই কাজকে বাস্তবায়ন করতে অচিরেই আমাদের একটি জাতীয় নির্বাচন দরকার।
তিনি বলেন, আমরা আশা করবো অচিরেই আমাদের একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আমরা এই দেশের মানুষের কাজ করার সুযোগ পাবো। আমরা মানুষের কল্যাণে কাজ করতে সদা প্রস্তুত।
বিজয় র্যালিতে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, নজরুল মাতবর, আনোয়ার হোসেন হানিফ শেখ,বক্তবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর,এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, আহ্বায়ক ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী,ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আলামিন,ফতুলা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব,ফতুল্লা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মীর ইমন,ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিস,ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক কামাল হোসেন, সহ প্রচার সম্পাদক মিলন ঢালীসহ অনেকে উপস্থিত ছিলেন।