বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05ফতুল্লা

ছোট ভাই বড় ভাই নিয়ে ঝড়গায় ছুরিকাঘাত, ৩দিন পর যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ছোট ভাই বড় ভাই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাত। রবিবার (১০ নভেম্বর) রাতে চিকিৎসাধীনবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন পর ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম তামিম(১৮)। সে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের ছেলে।

এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নিহত যুবককে ছুরিকাঘাত করা হয় তাকে। প্রথমে তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ দুই কিশোরকে আটক করেছে। আটককৃতরা হলো ফতুল্লা লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের ছেলে রায়হান (১৬) ও একই এলাকার মনির হোসেনের ছেলে ফালান (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় ভাই ছোট ভাই নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোববার (১০ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. শাহ আলম বাদী হয়ে প্রথমে হত্যার চেষ্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫-৬ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তিত হবে। ইতিমধ্যেই পুলিশ সাইফুল ও রায়হানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email