সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led03রাজনীতি

ছেলে-মেয়ের জীবনে ব্যর্থতার দায় তার অভিভাবকের: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: ‘ছেলে-মেয়ে এ প্লাস না পেলেই অনেক অভিভাবক মনে করেন ঠিকমতো লেখাপড়া করে নাই। সবার মেধা এক না, মেধার তারতম্য থাকবে তা মেনে নিতে হবে। ক্লাসের সবাই প্রথম দ্বিতীয় হবে না, কিন্তু আমরা সব ছেলে-মেয়েদের ভালো মানুষ বানানোর চেষ্টা করতে পারি। আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করলে ছেলে-মেয়ে সফল হবে। আর যদি ব্যর্থ হয় তিরস্কার করতে পারবেন না, ব্যর্থতার দায় অভিভাবকদের।

বুধবার (২৫ ডিসেম্বর) দেলপাড়া কুতুবপুর মীরকুঞ্জ পার্টি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং এম এ হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন। এর আগে পার্টি সেন্টারে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন বলেন, কোনো কাজে সন্তানদের বলবেন না তোমার দ্বারা হবে না, সব সময় উৎসাহ দিবেন। আমরা ব্যবসা—বাণিজ্যে অনেক সময় দেই, কিন্তু আমাদের মূল্যবান সম্পদকে সময় দেই না। আমাদের সবার জ্ঞান এক না। মানুষের দৈহিকের যেমন পার্থক্য রয়েছে তেমনি জ্ঞানেরও পার্থক্য রয়েছে। অভিভাবকদের মনে রাখতে হবে সবার জ্ঞান এক না।

তিনি বলেন, প্রত্যেকটা মানুষের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। অন্য কেউ বৃদ্ধি করতে পারে না। আমরা মানুষ আমাদের মূল্য কীভাবে বৃদ্ধি হবে, যার মধ্যে যত বেশি গুণ সম্পৃক্ত করা যাবে, গুণ ঢুকিয়ে দেওয়া যাবে ,গুণ যার কাছে বেশি পাওয়া যাবে তার মূল্য ততবেশি হবে।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন সভাপত্বিত ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন মোল্লা, হাজী আবু তাহের, সুলতান মাহমুদ মোল্লা, রমিজ উদ্দিন খাঁন, মশিউর রহমান খাঁন, মাজেদুল ইসলাম, কামাল ভূইয়া, আক্তার খন্দকার, সাঈদ মাদবর, ফয়সাল খাঁন স্বপন, নাসির প্রধান ও দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল প্রমূখ।

RSS
Follow by Email