শনিবার, মে ৩, ২০২৫
Led02Led04সোনারগাঁ

ছুটির দিনে বিষাদ: মেঘনায় নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: মুন্সীগঞ্জের পাশের চরকিশোরগঞ্জের ফেরিঘাটের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয় এবং বিকেল সাড়ে ৫টায় নয়নের মৃতদেহ খুঁজে পায়। মরদেহ উদ্ধারের পর নয়নের স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।

জানা যায়, নিহত নয়ন নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিলেন এবং নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পড়াশোনার পাশাপাশি নয়ন এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন। ছুটির দিন হওয়ায় তিনি তার কোম্পানির মুন্সীগঞ্জের সহকর্মীদের সাথে বেড়াতে গিয়েছিলেন। স্থানটি স্থানীয়ভাবে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ। দুপুরে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামার পরই আকস্মিকভাবে স্রোতের টানে নয়ন নিখোঁজ হন। তার বন্ধুরা তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিল।

RSS
Follow by Email