ছিনতাই-হতাহত দেখে মনে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে গিছে: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘বরাবরের মতই মাহে রমজান এলে দ্রব্য মূল্যের দামা হুঁ হুঁ করে বেড়ে যায়। সিন্ডিকেট, মজুদদারি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। তাছাড়াও এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করা সহ চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করে জননিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে যত্রতত্র যেভাবে ছিনতাই ও হতাহতের ঘটনা ঘটছে এতে মনে হচ্ছে যেন দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে গিয়েছে। সুতরাং আমরা এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তাছাড়াও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সকল প্রকার অশ্লীলতা বন্ধ করতে হবে।’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমআ ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলনের মিছিলের পূর্ব এক সমাবেশে একথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘বছর ঘুরে আবারো আমাদের মাঝে ফিরে এসেছে মহিমান্বিত মাস মাহে রমজান। স্বৈরাচার পতনের পর এই প্রথম মাহে রমজানে বিগত দিনের অনিয়ম ও সিন্ডিকেট আমরা দেখতে চাই না। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের সিন্ডিকেট রোধ, অশ্লীলতা-বেহায়াপনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজী বন্ধ সহ জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, উত্তরের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান প্রমুখ নেতৃবৃন্দ।