মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led04আদালত

ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে টিস্যু বিক্রেতা বেলাল হোসেনকে হত্যার ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এই মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে বিচারক দণ্ডিত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকার মো. নাদির ওরফে নাছির (৩৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মৌচাক এলাকার মো. মানিক মিয়া (৪১) এবং সানারপাড় এলাকার মোহন (২৫)।

রায় ঘোষণার সময় মোহন আদালতের এজলাসে উপস্থিত ছিলেন, তবে অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।

নিহত বেলাল কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি খাবার হোটেলে টিস্যু বিক্রি করতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সানারপাড় এলাকায় ছিনতাইকারীরা বেলালের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বেলাল বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

RSS
Follow by Email