শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
Led04ধর্ম

ছাদখোলা গাড়িতে মাওলানা ফেরদাউসুরের বিশাল শোডাউন

# কিছু দেশি ও আন্তর্জাতিক চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে জোটের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি শহরের প্রধান সড়কগুলোতে ছাদখোলা গাড়িতে বিশাল শোডাউন করেন।

শহরের খানপুর থেকে শুরু হয়ে চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউনটি। এ সময় মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিছু দেশি ও আন্তর্জাতিক চক্র এই নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু আমরা তা প্রতিহত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে যদি জোট আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এই আসনে লড়ব। আর যদি দল অন্য কাউকে যোগ্য মনে করে, তবে আমি তার পক্ষেই কাজ করব।”

মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। নারায়ণগঞ্জের মানুষ নানা দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে।” তিনি প্রতিশ্রুতি দেন, “যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা জনগণের পাশে থাকব।”

RSS
Follow by Email