ছাত্র ফেডারেশনের সরকারি তোলারাম কলেজ কমিটি গঠন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা এবং সহ-সভাপতি সাঈদুর রহমান এর উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে রাইসা ইসলাম কে আহবায়ক এবং মুন্নী আক্তার প্রত্যাশা কে সদস্য সচিব করা হয়।
এ সময় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, ‘বিগত দিনের ছাত্র রাজনীতি বলতে যে সন্ত্রাসবাদ বুঝানো হতো আমরা তা থেকে সম্পূর্ণ ভিন্ন। সন্ত্রাস-দখলদারিত্বের বিপরীতে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতির বিকাশ এবং ছাত্রদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাই আমাদের নতুন কমিটির শপথ।’
নবনির্বাচিত সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, ‘আমরা সরকারি তোলারাম কলেজকে নিরাপদ-গণতান্ত্রিক ক্যাম্পাসে রুপান্তরে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীর তোলারাম কলেজ হবে ছাত্র-শিক্ষক-শিক্ষা কর্মচারী সকলের জন্য সহায়ক। যেখানে নিশ্চিত হবে প্রত্যেকের ন্যায্য অধিকার।
কমিটির সদস্যরা হলেন,
১.আহ্বায়ক : রাইসা ইসলাম
২.সদস্য সচিব : মুন্নী আক্তার প্রত্যাশা
৩.কার্যকরী সদস্য: স্বপ্নীল শোভন
৪.সদস্য: আজীজুল হাকিম আয়াতুল (প্রচার )
৫.সদস্য: আশা মনি সুরভী (অর্থ)
৬.সদস্য: ইসরাত জাহান রুপালি (দপ্তর)
৭.সদস্য: শারমিন (পাঠচক্র)
৮.সদস্য: মিম আহমেদ (নারী সেল)
৯.সদস্য: তাসনিয়া জাহান তিশা (নারী সেল)
১০. সদস্য: শাকিল হাওলাদার (ক্রীড়া)
১১.সদস্য: মাহিম হাসান ( সাংস্কৃতিক)
১২. কো-অপ্ট
১৩.কো-অপ্ট
১৪.কো-অপ্ট
১৫.কো-অপ্ট