শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led05শিক্ষা

ছাত্র ফেডারেশনের কদম রসুল কলেজ কমিটি গঠন, শিপন আহবায়ক-রিফাত সদস্য সচিব

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে-শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষা সংস্কারের পথে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সরকারি কদম রসুল কলেজ কমিটি গঠন। শনিবার (১৯ এপ্রিল) ওই কমিটি ঘোষণা করা হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার উপস্থিতিতে বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে-শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষা সংস্কারের পথে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে শফিক উদ্দিন শিপনকে আহবায়ক এবং রিফাত চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সরকারি কদম রসুল কলেজ কমিটি গঠন করা হয়।

কমিটি পরিচিতি –
আহ্বায়ক শফিক উদ্দিন শিপন, যুগ্ন আহবায়ক অনামিকা চৌধুরী, সদস্য সচিব রিফাত চৌধুরী, সদস্য আরাফ হোসেন (অর্থ), আরিফ হাসান (পাঠচক্র), জিদান হোসেন তালহা (প্রচার), সদস্য মো. রাব্বি ও চারটি কো-অপ্ট রাখা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক শফিক উদ্দিন শিপন বলেন,”অভ্যুত্থান পূর্ববতী সময়ে আমরা দেখেছি কীভাবে কদম রসুল কলেজ সহ সারা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ একচেটিয়া ভাবে ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করে। এই কাজ গুলোর মধ্যে দিয়ে তারা ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শোষনের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল।

বৈষম্যহীন গণতান্ত্রিক ক্যাম্পাস রুপান্তরের জন্য ছাত্র ফেডারেশন কাজ করে গেছে তার ধারাবাহিকতায় সরকারি কদম রসুল কলেজ কমিটি গঠিত হয় এবং অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ছাত্রদের সংগঠিত করে যাবে এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।

RSS
Follow by Email