বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Led05রাজনীতি

ছাত্র নেতা ইউশা’র মায়ের ইন্তেকাল, যুব নেতা সাকিব-ইফতি’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামের মাতা গত সোমবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই শোকাবহ সংবাদে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত ইউশা ইসলাম ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় যুব ফেডারেশনের নেতারা বলেন, একজন মায়ের অকাল প্রয়াণ নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তারা ইউশা ইসলামের পাশে রয়েছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে তার ও তার পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনার জন্য প্রার্থনা করছেন।

RSS
Follow by Email