ছাত্র-জনতার ক্ষোভে আটক ৩, অভিযোগ আ.লীগের সাথে সম্পৃক্ততা
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্র ও এলাকাবাসী। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
আটকদের মধ্যে রয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার বাবা কামাল শেখ (৫৫) এবং চাচা জামাল শেখ (৪৮)। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বিশেষ করে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ঘটনার পর উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন,স্থানীয়রা তিনজনকে ধরে থানায় নিয়ে আসে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, সে বিষয়টি এখনো যাচাই করা হয়নি। তাদের বিরুদ্ধে এখনো কোন বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।