রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

ছাত্র আন্দোলনে হৃদয় আহতের মামলায় আ.লীগ নেতা মাসুম গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হৃদয় আহত ঘটনায় দায়ের করা মামলায়, ফতুল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুম(৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন মাসুম ফতুল্লা পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও সাবেক আওয়ামী লীগ নেতা মৃত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের হৃদয় আহতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email