রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led03রূপগঞ্জ

ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা-ছেলে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক মো. আব্দুল বারেক মিয়ার ছেলে ইয়ামিন’র বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার এজহারে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় রবিবার (২৩ ফেব্রুায়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে ভুক্তভোগী ও তার পরিবার এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মামলায় করা ২৫নং আসামি ইয়ামিনের পিতা তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক মো. আব্দুল বারেক জানান, আমি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড এর বিএনপির প্রচার সম্পাদক এবং ইয়ামিন প্রধানের পিতা। গত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে ছাত্র আন্দোলনের সময় ঢাকার রামপুরায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে, ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামি রেখে আমার ছেলে ইয়ামিনকে ২৫ নং আসামি করে আরও অনেকের নামে মামলা করা হয়। আমার ছেলে ইয়ামিন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র। সে সাধারণ ছাত্রই ছিল। কখনো কোনো রাজনৈতিক দল বা জোটের বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। ওই মামলার অভিযোগকারী কে আমরা কখনো দেখিনি বা চিনি ও না। কে বা কারা তাদের খারাপ উদ্দেশ্য কে হাসিলের জন্য মামলাটি দায়ের করেছে তাও আমাদের জানা নেই।

তিনি আরও জানান, আমি ও আমার পরিবার মাননীয় প্রধান উপদেষ্টা, তার আইন উপদেষ্টা ও সমন্বয়ক ভাইদের নিকট একটাই অনুরোধ। অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে আমাদের হয়রানি মূলক মামলা থেকে যেন রেহাই দেওয়া হয়।

একই সংবাদ সম্মেলনে রূপগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানান, রামপুরা থানায় মো. আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যাক্তি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার ওই মামলায় আমাকে ৯নং আসামি করা হয়েছে। ওই মামলা থেকে তার নাম প্রত্যাহার করে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানায় তিনি।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ডিএমপি রামপুরা থানায় সিরাজগঞ্জ কামারখন্দ এলাকার মো. মনছের আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ আসামী করা হয়। ওই মামলায় ৯নং আসামি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়া একই মামলায় ২৫নং আসামি তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল বারেক মিয়ার ছেলে ইয়ামিন।

RSS
Follow by Email