ছাত্র আন্দোলনে নিহত, ৪ মাস পর বিএনপি’র কর্মীর লাশ উত্তোলন
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আড়াইহাজার উপজেলার বিএনপির কর্মী শফিকুল ইসলাম শফিকের (৪৬) মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার দাফনের চার মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে ওই মরদেহ তোলা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের উপস্থিতিতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের উপস্থিতিতে গাজীপুরা কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়েছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গত ২১ আগস্ট নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহসহ ৪৫ আসামির নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহতের পরিবার শফিকুল ইসলামকে বিএনপির কর্মী দাবী করেছেন।