মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led01Led02Led03অর্থনীতি

ডিবির হাতে ইয়ার্ন মার্চেন্টের সভাপতি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি ও ফতুল্লা থানায় আরেকটি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email