রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05রূপগঞ্জ

ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক কাউন্সিলর আইয়ুব খান আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও এলাকায় বিভিন্ন অপরাধের কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব খানকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আইয়ুবকে আদালতে প্রেরণ করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। এর আগে শুক্রবার কাঞ্চন পৌরসভা কৃষ্ণনগর এলাকায় তার মায়ের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, আইয়ুব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের জমি জবরদখল, মানুষের উপর হামলা, মিথ্যা মামলায় হয়রানীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল।

তিনি আর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইয়ুব খান, সাবেক কাউন্সিলর পনির ও আওয়ামী নেতাদের নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র হামলা করে। এই ঘটনায় একটি ভিডিও আমাদের হেফাজতে আছে।

RSS
Follow by Email