শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02শিক্ষা

হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

লাইভ নারায়ণগঞ্জ: ইতিমধ্যে হরতালের মুখে বাস ভাড়া কমানোর দাবি মেনে নিয়েছে জেলা প্রশাসন ও বাস মালিকরা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া কমিয়ে ৫০ টাকায় করা হয়েছে। তবে শিক্ষার্থীদের হাফ পাশ বা অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ কার্যকর না করা হলে আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, আজ সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটের কোন বাসেই ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নয়, পুরো ভাড়া রাখা হচ্ছে। শিক্ষার্থীরা সকালে ঢাকায় যাবার জন্য বাস কাউন্টারে গেলে অর্ধেক ভাড়া রাখার ব্যাপারে তর্কাতর্কি এবং বিব্রত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। কোন বাস অর্ধেক ভাড়া রাখছে না। এই পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের মধ্য ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ দেখতে পেয়েছি। আমরা আশঙ্কা করি, যেকোন সময় বাস কাউন্টার কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিতে পারে। এবং এই অনাকাঙিক্ষত পরিস্থিতির জন্য কোনভাবেই শিক্ষার্থীরা দায়ী থাকবে না। তার সম্পূর্ণ দায়িত্ব বর্তাবে জেলা প্রশাসক এবং বাস মালিকদের উপর। আমরা শিক্ষার্থীরা এই অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে চাই। সুতরাং এই সংবাদ সম্মেলনে আমরা পরিস্কারভাবে ঘোষণা করছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা প্রশাসকের ঘোষণা অনুসারে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো। আমরা দৃঢ়তার সাথে বলি, শিক্ষার্থীরা সরকার পরিবর্তন করতে সক্ষম হয়েছে, অর্ধেক ভাড়া আদায় করতেও সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে ১৫ নভেম্বরের মধ্যে বাস ভাড়া কমানোর সময় বেঁধে দিয়ে ঘোষণা করে, ১৭ নভেম্বরের মধ্যে বাস ভাড়া না কমালে নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস হরতাল করবে। আমরা ছাত্ররা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এর এই দাবিকে যৌক্তিক মনে করে সমর্থন জানাই এবং বাস ভাড়া কমানোর জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করি। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এর ২১ দিনের ধারাবাহিক কর্মসূচির মুখে ১৬ নভেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বিকাল ৪ টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫০ টাকা বাস ভাড়া, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া, এসি বাস ভাড়া ৭০ টাকা এবং নারায়ণগঞ্জের অন্যন্য রুটে সিএনজি চালিত বাসে যৌক্তিক ভাবে বাস ভাড়া কমানো হবে। এবং যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। জেলা প্রশাসকের আহ্বানকে সাধুবাদ জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহার করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনা, জেলা সমাজতাত্ত্বিক ছাত্র ফ্রন্টের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইফাদ ইমতয়াজ অয়ন্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রাইসা ইসলাম, সংগঠক মো. জাহিদ হাসান, জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ তারুণ্যের ‘২৪ এর সংগঠক মৌমিতা নূর, শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদের সংগঠক মাসুম বিল্লাহ ফারাবিসহ ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email