রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led04রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আনন্দ র‍্যালী

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আনন্দ র‌্যালী করেছে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকমীর্রা।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলর সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনির নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে র‌্যালীটি শুরু হয়ে মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভার শাহাদাৎ হোসেন রনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা হবে। তাই আপনারা ছাত্রদল ও তারেক রহমানের উপর আস্থা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক রজব হওলাদার ফাহিম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ—সভাপতি আসিফ, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হৃদয়, সাবেক সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম—সম্পাদক মুসা, ইমরান, সদস্য রনি, নাইম, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাকিব, তুষার, সাজ্জাদ, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা মান্না, নুর হোসেন, ১০নং ওয়ার্ড ছাত্রদল নেতা সোলাইমান আহমেদ, জিসান, ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াসিন, পলাশ, ইব্রাহিম, ইয়াসিন, শুভ, সৌরভ ও পরান প্রমূখ

RSS
Follow by Email