শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিক ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন বন্ধ করে শ্রম আইন বাস্তবায়ন ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি সকল কারখানায় কার্যকর করার দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় ফতুল্লা হাজীগঞ্জ বাজার এলাকায় গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলের নেতা আমজাদ হোসেন, বক্তব্য রাখেন গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, আঞ্চলিক নেতা ইউছুফ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বছর পেড়িয়ে হওয়ার পরও অধিকাংশ কারখানায় বাস্তবায়ন করা হয়নি। যেই সব কারখানায় নিম্নতম মজুরি কার্যকর করা হয়েছে সেই সব কারখানায় কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন বাড়ানোর জন স্টাফ’রা শ্রমিকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। দৈনিক কাজের টার্গেট পুরন না হলে অতিরিক্ত সময় বিনা মজুরিতে ফাও খাটিয়ে নিচ্ছে। দুজন শ্রমিকের কাজ একজন কে দিয়ে করানো হচ্ছে। শ্রমিকরা কোন কথা বললেই চাকুরি থাকেনা। আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন কারখানায় মালিকরা বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হামলা-মামলা হয়রানি করছে।

মালিকরা হুট করে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন-ভাতা ও আইনি পাওনা থেকে বঞ্চিত করছে। চৌধুরী বাড়ি এলাকার রাজ এ্যাপারেলস, নেমকন গার্মেন্টস ও পাঠানটুলী এলাকার এইচ এন এ্যাপারেলসসহ বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। ফতুল্লা ফ্যাশনের মালিক শতাধিক শ্রমিক-কর্মচারীর ৩ মাসের বকেয়া বেতন ও আইনগত পাওনা না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে চরম বিপদে ফেলেছে। পাওনার জন্য শ্রমিকরা দপ্তরে দপ্তরে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। মালিকদের এসব বে-আইনি কর্মকান্ড পরিহার ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হয়রানি বন্ধ করা’সহ সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন করে পোশাক শিল্পের উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

RSS
Follow by Email